বিশ্ববাজারে চালের দাম আরও বাড়তে পারে

0
236

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের নেতৃত্বে তিন দেশ সফর শেষে খাদ্য মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলটি দেশে ফিরেছে। চাল আমদানির বিষয়ে আলোচনার জন্য তাঁরা ভিয়েতনাম, কম্বোডিয়া ও থাইল্যান্ডে যায়। তবে কোনো দেশের সঙ্গেই চাল আমদানি নিয়ে কোনো চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়নি।

খাদ্য মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী বছর বিশ্ববাজারে চালের দাম আরও বাড়তে পারে, এই আশঙ্কায় ভারত ছাড়া বিশ্বের চাল রপ্তানিকারক অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দিচ্ছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিশেষ অনুমোদন দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে তিন দেশ সফর করা হয়েছে। ছয় সদস্যের প্রতিনিধিদলটি ভিয়েতনাম ও কম্বোডিয়ায় মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেয়। আর থাইল্যান্ডে চাল রপ্তানিবিষয়ক সরকারি সংস্থা ও চাল ব্যবসায়ীদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here