নভেম্বর মাসে বিশ্বের অনেক বড় দেশে মূল্যস্ফীতির হার কমেছে। এ পরিপ্রেক্ষিতে এসব দেশের কেন্দ্রীয় ব্যাংক হয়তো এখনই নীতি সুদহার কমানোর পথে যাবে না, যদিও নীতি সুদ বৃদ্ধির হার কমে আসবে, এমনটাই ধারণা করছেন বিশ্লেষকেরা। এর মধ্য দিয়ে বিশ্ব অর্থনীতি নতুন অধ্যায়ে প্রবেশ করবে।
দ্য ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক প্রান্তিকে বিশ্বের বিভিন্ন দেশে মূল্যস্ফীতির হার কমবে। মূলত জ্বালানি ও খাদ্যের দাম কমার কারণে মূল্যস্ফীতির হার কমে আসবে। বাস্তবতা হচ্ছে, জ্বালানি ও খাদ্যের দাম এক বছর আগের পর্যায়ে ফিরে গেছে। একই সঙ্গে শিল্পের কাঁচামালের দামও কমতির দিকে।