পরকালে যেসব আমল ওজনে ভারী হবে

0
73

রাসুল (সা.) ইরশাদ করেছেন, ‘দুটি বাক্য রহমানের কাছে খুবই প্রিয়। তা (উচ্চারণ করা) জিহ্বার জন্য খুবই সহজ। (বুখারি, হাদিস : ৬৪০৬)

কিয়ামতের দিন মানুষের কাজ পরিমাপের জন্য ‘মিজান’ তথা দাঁড়িপাল্লা স্থাপন করা হবে। কারো ভালো কাজ ভারী হবে এবং কারো মন্দ কাজ ভারী হবে। তবে মুমিনের এমন কিছু আমল আছে, যা বাহ্যত অল্প মনে হলেও এর ওজন অনেক বেশি হবে। আল্লাহ তাআলা বলেন, ‘আমি কিয়ামতের দিন ন্যায়বিচারের মানদণ্ড স্থাপন করব, সুতরাং কারো প্রতি কোনো অবিচার করা হবে না, কোনো কাজ যদি তিল পরিমাণ ওজনের হয় তবু আমি তা উপস্থিত করব, হিসাব গ্রহণকারী হিসেবে আমিই যথেষ্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here