‘বাজিরাও মাস্তানি’, ‘রামলীলা’ থেকে ‘পদ্মাবৎ’—গত কয়েক বছরে দীপিকা পাড়ুকোনকে দেখা গেছে বিভিন্ন ঐতিহাসিক সিনেমায়। এর বাইরে ‘ছপাক’-এ করেছেন অ্যাসিড সন্ত্রাসের শিকার হওয়া এক নারীর চরিত্র। বছর দুই আগে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ভবিষ্যতে তিনি একটু ‘হালকা’ ধরনের চরিত্রে অভিনয় করতে চান।
কারণ, ঐতিহাসিক চরিত্রের জন্য দীর্ঘ শারীরিক ও মানসিক প্রস্তুতি লাগে। আপাতত নিজেকে এই প্রক্রিয়া থেকে কিছুটা বিরাম দিতে চান। শাহরুখ খানের সঙ্গে ‘পাঠান’ হতে যাচ্ছে সম্ভবত সেই ধরনের সিনেমা, আগে দেওয়া সাক্ষাৎকারে সে ধরনের সিনেমা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন অভিনেত্রী।
দিন কয়েক আগে গানের পোস্টার প্রকাশের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন দীপিকা। কারণ, ‘পাঠান’-এর গান ‘বেশরম রং’-এ তাঁকে দেখা গেছে খোলামেলা অবতারে। অবশেষে আজ সোমবার সকালে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত গানটি। চলুন, ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক ‘বেশরম রং’।