প্রথম দিনই ভারতকে অলআউট করে দেওয়া সম্ভব

0
128

চট্টগ্রাম টেস্টের উইকেটে ৩৫০ রানই যথেষ্ট ভালো মনে করছেন ভারত ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা। প্রথম দিন দু–একটি উইকেট বেশি পড়ার আক্ষেপ আছে তাঁর। আর প্রথম দিনই ভারতকে অলআউট করে দেওয়া সম্ভব ছিল বলে মনে করেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। তবে এ উইকেট সামনের দিনগুলোতে কেমন আচরণ করবে, সে ব্যাপারে ঠিক নিশ্চিত নন তাইজুলরা।

সিরিজের তৃতীয় ওয়ানডেতে এখানেই ভারত তুলেছিল ৪০৯ রান। চট্টগ্রামের উইকেট সাধারণত রানপ্রসবাই হয়। তবে এ টেস্টের উইকেট প্রথম দিন থেকে মন্থরগতির হলেও ব্যাটসম্যানদের অস্বস্তিতে ফেলছে অসম বাউন্স। প্রায় শুরু থেকেই বল নামছিল বেশ নিচে। পরে টার্নের দেখাও পেয়েছেন তাইজুলরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here