যেটা আমার নয়, শত চেষ্টাতেও আমার হবে না

0
131

একদম ছোটবেলা থেকেই। আব্বুর কাছ থেকে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার অভ্যাস। আব্বু ম্যারাডোনার ভক্ত ছিলেন, তখন থেকে আমাদের পুরো পরিবার আর্জেন্টিনা। আব্বু থিয়েটার করতেন, রংপুর বেতারে চাকরিও করতেন। বিশ্বকাপের সময় দেখতাম, ক্লাবে যেতেন না, অফিসও তাড়াতাড়ি করে চলে আসতেন। মুড়ি মাখানো, চা-বিস্কুট খাওয়া, কত কী যে হতো! খেলার সময় তো আমার রংপুরের বাসায় উৎসবের আমেজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here