সোশ্যাল মিডিয়া আমাদের জীবন, সমাজিকতা, সম্পর্ক, মানসিকতা ধ্বংস করে দিচ্ছে। দিনদিন আমরা আমাদের ছেলে মেয়েরা সোশ্যাল মিডিয়া আসক্ত হয়ে পরেছি। মাদকাসক্ত থেকেও ভয়াবহ অবস্থার সৃষ্টি হচ্ছে।
ছোট শিশু ১ বছর থেকেই স্মার্ট ফোন এ আসক্ত হয়ে পরছে শিশুকে খাওয়াতে,ঘুমাতে, কান্না থামাতে আমরা মায়েরা এখন স্মার্ট ফোনকে ব্যবহার করছে। একসময় মায়েরা শিশুদের খাবার খাওয়ানোর জন্য বিভিন্ন কবিতা
(যেমন আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা।) ছড়া শুনাত হয়তো গল্প শুনাত। বর্তমানের মায়েরা স্মার্ট ফোন এ বিভিন্ন এনিমেশন দেখিয়ে শিশুদের স্মার্টফোন এ আসক্ত করছেন যা শিশুদের
মানসিক বিকাশ ক্ষতি হচ্ছে।এক সময় আমরা দাদা দাদী বাবা মা চাচার কাছে কিচ্ছা বা গল্প শুনতাম খুব আনন্দ লাগত আর এখন বাবা, মা, চাচা, ভাই,বোন, সবাই ফেইসবুক নিয়ে সময় পার করছি এতে সম্পর্ক এর সাথে পারিবারিক দূরত্ব বৃদ্ধি পাচ্ছে। ১০ বছর পর মানুষ বিকলাঙ্গ হয়ে যাবে।