জীবনের সিঁড়ি

0
112

জীবনে সফলতা কারো জন্য পায়ে চলা সিঁড়ি মত এতে সময়, শক্তি, সাহস, ধৈর্য সব লাগে অনেকে হয়তো ২য় তলায় উঠে হাপিয়ে যান, হাল ছেড়েদেন কিন্তু যারা হাটতে থাকেন বা কিছু সময়ের পর আবার হাটেন তারা হয় তো লক্ষে পৌঁছাতে পারেন যদি আল্লাহ চান।

এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আল্লাহ কবুল করতে হবে সে জন্য প্রয়োজনে সিঁড়িতেই আল্লাহর নিকট সিজদায় পরে আল্লাহ নিকট দোয়া করতে হবে। আল্লাহর সহায়তা আর নিজের প্রচেষ্টায়, আপনি আপনার লক্ষ্য উদ্দেশ্য হাছিল করতে পারবেন। করো ক্ষেত্রে হয়তো জীবনের সফলতা চলন্ত সিড়ির মত সিঁড়িতে পা রাখবে আর উপরে উঠে যাবে।

কারো ক্ষেত্রে লিফট এর মত একটা রোমের ভিতরে ডুকতেই আপনি উপরে উঠে যাবেন। করো ক্ষেত্রে কাচের ক্যাপসল লিফটের মত কাচের রোমের ভিতর থেকেই আশেপাশের সব দেখবে আর মনের আনন্দে উপরে উঠবে এটাই জীবন।

কাউকে পরিশ্রম করে সফলতা অর্জন করতে হয়। কেউ হয়তো কারো সহযোগিতায় সফল আবার কেউ হয়তো পরিবারিক ভাবেই সফল আবার কেউ সোনার চমচ মুখে দিয়েই সফল। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের পরিশ্রম ও আল্লাহর নিকট সেজদা এটা দিয়েই সফলতার সাধ পাওয়া যায় এই সফলতায় আনন্দ, সুখ, দুঃখ মিশ্রত একটা সুন্দর জীবন উপভোগ করা যায়। আল্লাহ আমাদের সবাইকে সফল করুন আমিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here