ভারতের দুটি রাষ্ট্রীয় সংস্থা থেকে বেশি দামে চাল কেনার প্রক্রিয়া আপাতত স্থগিত করেছে খাদ্য মন্ত্রণালয়। গত রোববার খাদ্য মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
ভারতীয় সংস্থা ন্যাশনাল কো-অপারেটিভ কনজ্যুমার ফেডারেশন (এনসিসিএফ) ও কেন্দ্রীয় খাদ্যভান্ডার থেকে এক লাখ টন করে মোট দুই লাখ টন চাল কেনার কথা ছিল বাংলাদেশ সরকারের। তবে সূত্র জানিয়েছে, চলতি জানুয়ারি মাসে ভারতে চালের দাম কমে যাওয়া, দেশে আমনের উৎপাদন ভালো হওয়া এবং সরকারের গুদামে চালের প্রয়োজনীয় মজুত থাকায় আপাতত ওই দুই লাখ টন চাল কিনছে না সরকার। সরকারের বিবেচনায় মার্কিন ডলার সাশ্রয়ের বিষয়টিও ছিল।