৷৷ ্্্্্্্্্স্বর্ণলতা ও নারী ্্্্্্্্
স্বর্নলতা একটা পরগাছা উদ্ভিদ এর নিজের জীবিকা অন্য গাছের উপর নির্ভরশীল নামটাই স্বর্ন আর দেখতে হলদে আর সুন্দর ফুল হয়। স্বর্ন লতা এমন ভাবে অন্য গাছ কে পেচিয়ে পেচিয়ে বারতে থাকে কিছু দিন পর আর প্রকৃত গাছটির অস্তিত্বই দেখা যায় না শুধু স্বর্নলতা গাছটাই দেখা যায়।
আমাদের সমাজে কিছু নারী আছে তারা পুরুষ মানুষকে এমন ভাবে পেচিয়ে নিজের অস্তিত্ব প্রকাশ করে সে যে অন্য একটা মানুষের উপর নির্ভরশীল তা ভুলে যায়। যার উপর নির্ভর করে তার জীবন তাকে এমন ভাবে পেচিয়ে ধরে যেন পুরুষ মানুষ টি ধোম বন্ধ হয়ে যায় কিন্তু মরে না কোন রকম বেঁচে থাকে।
নারীটি এমন ভাবে কথা বলে বা আচরন করে মনে হয় পুরুষ মানুষটিই তার উপর নির্ভরশীল আর পুরুষ মানুষটিকে নিজের দাস বানিয়ে ফেলে অনেক চালাকির সাথে। পুরুষ টি হয়তো বিশ্বাস করে তাকে সব দিয়ে দেয় কিন্তু নারীটি সব পেয়ে পুরুষ মানুষের মহত্ত্বকে ভুলে যায়, আর নিজের কথার মারপেঁচ এ তখন এমন হয়ে উঠে যেন পানো সাপ এর ফেনার শব্দ।
পুরুষ মানুষটি ধিরেধিরে দাস হয়ে মনের কষ্ট নিজের মনের মধ্যে লুকিয়ে রাখে মানসম্মান এর কারনে। একদিন ঐ পুরুষটি মারা যায় আর নারীটিও অহংকার নিয়ে মারা যায় কিন্তু ঐ নারী ১০০% জাহান্নামী হয়ে যায় নিজের অজান্তে। যে নারীর প্রতি তার স্বামী অসন্তুষ্ট থাকে ঐ নারী জাহান্নামী হাদিস কোরআন তাই বলে।
কৌশলে তুমি হয়তো তোমার স্বামীর সব নিজের করে নিচ্ছ কিন্তু তুমি নিজের অগচরে জাহান্নামী হচ্ছো। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন আমিন।