আজ নয়াপল্টনের পরিস্থিতি

0
92
আজ নয়াপল্টনের পরিস্থিতি
আজ নয়াপল্টনের পরিস্থিতি

 

আজ নয়াপল্টনের পরিস্থিতি দেখে মনে হলো প্রশাসনের সমাবেশ হবে নয়াপল্টনে। আর সেই পুরাতন নাটক ককটেল, গাড়ি পুড়ানো, নিরিহ মানুষকে গুলি করে হত্যা।বি এন পির কেন্দ্রীয় নেতাদের গ্রেফতার।

সব বাহিনীর সমাগম যেন পাখি শিকারে সবাই উদ্বুদ্ধ একটা মানুষ হত্যা করতে পারলেই মিলবে পদক পদবী। আপনারা যাকে হত্যা করছেন ,ঘুম করছেন, খুন করছেন তদেরও পরিবার আছে তাদের সন্তান আছে।

একটা জাতি ৫০ বছরেও চাটার দল আর চোরের দল হইয়েই রইলো বঙ্গবন্ধু ৫০ বছর আগে যে কথাটা বলেছিলেন তার প্রমান তো আমরা দেখতে পারছি ব্যাংকের লাখো কোটি টাকা উধাও হয়ে গেছে যার যে ভাবে ইচ্ছে বিদেশে টাকা পাচার করছে।

ক্ষমতার দখলে আওয়ামী লীগ এবং বি এন পি যে ভাবে দেশকে ধ্বংস করছে নিরিহ জনগনের জীবন দূর্ভিশয় হয়ে যাচ্ছে তারা চুরি করে দেশের টাকা বিদেশে পাচার করে ঋণের বোঝা জনগনের উপর চাপিয়ে দিচ্ছে। দেশে কোন নিতি আদর্শ সংবিধান ন্যায় বিচার কোন কিছু আর নেই।

সংবিধান নামে একটা বই আছে কিন্তু কর্যকরিতা নেই।দেশের প্রতিটা ক্ষেত্র ধ্বংস করে দেশকে ভারতের গোলাম রাষ্ট্রে পরিনত করেছে বাংলাদেশের বড় বড় দুইটা দল। কি হবে এই জাতির?

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here