কেমন জাতি আমরা? সততা নাই ? ভবিষ্যৎ নাই? চারপাশে হতাশা আর হতাশা। খাদ্যের দাম আকাশ সীমানা । বেচেঁ থাকার চাহিদাটাই মনে হয় কমে যাচ্ছে।
নোংরামী ,নষ্টামী, অসভ্য অসামজিক পরিবেশ এটা কেমন জাতি? আমরা খাদ্য খেয়ে নই বিষ খেয়ে বেচেঁ আছি। অপশক্তির বৃত্তে বন্ধী আমরা। সত্য বলার শক্তি হারিয়ে ফেলেছি আমরা। আমরা সভ্য নামের অসভ্য জাতি