জনগন আন্দোলন করলেই পুলিশকে লেলিয়ে দেয়া হয় এই দৃশ্য তো পুরাতন আর যারা আন্দোলনের নেতৃত্ব দিবে তাদের RAB দিয়ে গুম , হত্যা করা হয় আর যদি প্রানে বেচেঁ যায় তাহলে তো রিমান্ডে নিয়া পঙ্গু করে দেয়া আর জামিন না দেয়া।
সরকারের ফরমুলা তো এখন আর কারো অজানা নয়। যারা আন্দোলন নির্মুলের দায়িত্বে থাকবে তাদের তো পদন্নোতি ১০০% নিশ্চিত আর বিদেশে একটা একাউন্ড করে মাসে মাসে ডলার জমা করে দেয়া হয়। এই দেশ সেনাবাহিনী আর সুপ্রিম কোড ছাড়া কোন রাজনৈতিক দল পরিবর্তন করতে পারবে না।
গনতন্ত্রের নামে চলছে হরিলোট যে যে ভাবে পারছে যাকে ব্যবহার করে টাকা কামানো যাচ্ছে তাকে দিয়ে টাকার পাহাড় বানিয়ে বিদেশে পাচার করছে। জনগন বর্তমানে পাখি হয়ে গেছে রাজনৈতিকবিদরা শিকার করে বারবিকিউ করে মিউজিক বাজিয়ে আনন্দ উল্লাস করে খেয়ে যাচ্ছে। দেশে এখন জঙ্গলের নিতি চলছে যার শক্তি বেশী তার খাদ্য সবাই।