কোহলি তিন সংস্করণেই খেলেন

0
116

বিরাট কোহলি অহর্নিশ বলেন, তাঁর কাছে টেস্ট ক্রিকেটই সবার ওপরে। আইপিএলের রোশনাই, সীমিত ওভারে ভারত ক্রিকেটের এ যুগের সবচেয়ে বড় তারকার কাছে দিনের শেষে টেস্ট ক্রিকেটের বিশেষ মর্যাদাই থাকে।

কোহলি তিন সংস্করণেই খেলেন বলে ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’ বেশ গুরুত্বপূর্ণ তাঁর কাছে। টানা সূচির মাঝে বিশ্রাম খুঁজে নিতে হয়। তাই হয়তো ২০১২ সালের পর ঘরোয়া কোনো প্রথম শ্রেণির ম্যাচ খেলেননি।

প্রায় একই অবস্থা সাকিব আল হাসানেরও। ২০১৫ সালের পর লাল বলে ঘরোয়া কোনো ম্যাচ খেলেননি বাংলাদেশের টেস্ট অধিনায়ক। কোহলি ক্যারিয়ারে কখনো কাউন্টি ক্রিকেট খেলেননি। ২০১০ ও ২০১১ সালে উস্টারশায়ারের হয়ে দীর্ঘ সংস্করণে ইংল্যান্ডে খেলেছিলেন সাকিব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here