ভারত দল হিসেবে ভাগ্যবান’

0
108

হাত দিয়ে ইশারা করে স্টাম্পের দিকে দেখাচ্ছিলেন ইবাদত হোসেন। জিং বেলের আলো জ্বলছে, তবে সেটি পড়েনি স্টাম্পের ওপর থেকে। ইবাদতের বলটা স্টাম্পে লাগলেও তাই বেঁচে গেলেন ভারত ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার।

ভারতীয় ইনিংসের ৮৪তম ওভারের পঞ্চম বলে ঘটেছে সে ঘটনা। তার একটু আগেই সে প্রান্তের স্টাম্পের বেল বদলেছিলেন আম্পায়াররা। জিং বেলের যা প্রযুক্তি, স্টাম্প থেকে বিচ্ছিন্ন হলেই আলো জ্বলে ওঠে তাতে। তবে এমসিসির নিয়ম অনুযায়ী, বেল স্টাম্পের ওপর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হলেই উইকেট ভেঙেছে বলে ধরা হবে। এ ক্ষেত্রে বেল একবার বিচ্ছিন্ন হলেও আবার পড়েছে উইকেটের ওপরই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here