পাকিস্তানের ক্ষমা চাওয়ার দাবি

0
130

ডিসেম্বর মাস এলেই আমরা ক্যালেন্ডারের তারিখ মিলিয়ে একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়ার দাবি তুলি। সারা বছর এ নিয়ে কোনো কথা নেই, কোনো মহলে কোনো জোরদার দাবি নেই। এটা যেন একটা ‘রুটিন ফর্মালিটি’।

তা হলেও এই দাবি মোটেই অপ্রাসঙ্গিক নয়। একাত্তরের সেই খাণ্ডবদাহন যাতে ভুলে না যাই, সে জন্য সারা বছরের মধ্যে অন্তত এই একবার পাকিস্তান ও তার দোসরদের কাঠগড়ায় তোলার দাবি তোলার প্রয়োজনীয়তা আছে। আমাদের স্মৃতি বড় দুর্বল, অযত্নে সেখানে সহজেই ধুলা জমে। বছরে একবার হলেও সাফসুতরো করার এই আয়োজন গুরুত্বপূর্ণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here