বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগের পর জাতীয় সংসদের শূন্য আসনগুলোতে উপনির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি (জাপা)। দলটির শীর্ষ দুই নেতা গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এর পর থেকে জাপায় উপনির্বাচনের বিষয়টি আলোচিত হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
জাপার চেয়ারম্যান জি এম কাদের আদালতের সিদ্ধান্তে প্রায় দেড় মাস ধরে রাজনৈতিক কার্যক্রম থেকে বিরত রয়েছেন। এ নিয়ে সরকারের সঙ্গে জাপার শীর্ষ নেতৃত্বের সম্পর্কের টানাপোড়েনের নানা আলোচনা আছে দলটিতে। তবে গতকাল দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর গণভবনের কার্যালয়ে সাক্ষাৎ করেন জাপার চেয়ারম্যান জি এম কাদের ও প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। এরপর টানাপোড়েনের সম্পর্কে নাটকীয় মোড় নেওয়ার সম্ভাবনা দেখছেন জাপার নেতারা।