রোহিঙ্গাকে জাপানে পুনর্বাসন

0
239

জাপানের বিদায়ী রাষ্ট্রদূত ইতো নাওকি বলেছেন, কিছু রোহিঙ্গাকে জাপানে পুনর্বাসনের কথা ভাবছে টোকিও। বাংলাদেশ যখন মিয়ানমার থেকে বাড়িঘর ছেড়ে পালিয়ে আসা ১০ লাখ রোহিঙ্গা শরণার্থীর চাপ কমানোর চেষ্টা চালাচ্ছে তখনই রাষ্ট্রদূত এ কথা জানালেন।

জাপানের বিদায়ী রাষ্ট্রদূত ইতো বাসসকে বলেন, জাপান বাংলাদেশ সরকারের কাছ থেকে রোহিঙ্গাদের তৃতীয় দেশে পুনর্বাসনের অনুরোধ পেয়েছে। এ ছাড়া ইউএনএইচসিআরও রোহিঙ্গাদের জাপানে পুনর্বাসনের সম্ভাবনার বিষয় বিবেচনার পরামর্শ দিচ্ছে আমাদের।

রাষ্ট্রদূত ইতো বলেন, ইতিমধ্যেই টোকিও থেকে ১০০ কিলোমিটার উত্তরে একটি শহরে ৩০০ রোহিঙ্গা বাস করছে। কিন্তু সাধারণ নীতি অনুসারে জাপান বিদেশী শরণার্থীদের বিষয়ে কিছুটা সতর্ক ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here