পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) ইমরান খানকে পিটিআইয়ের চেয়ারম্যানের পদ থেকে অপসারণের প্রক্রিয়া জোরদার করেছে। গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টকে এ কথা বলেছে ইসিপি। রাষ্ট্রীয় উপহার বিক্রির তথ্য গোপন করায় গত অক্টোবরে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পার্লামেন্টে নির্বাচনের অযোগ্য ঘোষণা ও তাঁর সদস্যপদ খারিজ করে ইসিপি। এর ধারাবাহিকতায় ইসিপি এখন পিটিআই চেয়ারম্যানের পদ থেকে ইমরানকে সরানোর প্রক্রিয়া শুরু করার কথা জানিয়েছে। খবর ডনের।
ইসিপির মহাপরিচালক মোহাম্মদ আরশাদ আদালতকে বলেন, ২০ ডিসেম্বর রেফারেন্সের পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। তিনি বলেন, ইসলামাবাদের একটি জেলা ও দায়রা আদালত ইমরান খানের বিরুদ্ধে তোশাখানা মামলায় ইসিপির আবেদনের ওপর রায় সংরক্ষিত করে রেখেছেন। গত ২২ নভেম্বর আদালত কমিশনের আবেদন গ্রহণ করেন। আজ বৃহস্পতিবার এর রায় ঘোষণা করার কথা।