ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি

0
112

ভারতে হিন্দুত্ববাদী আন্দোলনকে আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। সেই সঙ্গে ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবি তুলেছেন আরএসএসের আওতাধীন বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক বিভাগের সাবেক সভাপতি প্রবীণ তোগাড়িয়া।

মোহন ভাগবত ও প্রবীণ তোগাড়িয়া ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম সফর করছেন। সম্প্রতি রাজ্যটির রাজধানী গৌহাটির পার্শ্ববর্তী হাজংবাড়িতে এক অনুষ্ঠানে ভাষণ দেন ভগবত। তিনি বলেন, ‘ভারতে ছয় লাখের বেশি গ্রাম রয়েছে। এর অধিকাংশেই এখনো আরএসএসের শাখা নেই। ভারতের প্রতিটি গ্রামে সংঘের শাখা স্থাপন করা প্রয়োজন। প্রতিটি গ্রামে হিন্দুত্ববাদী সংগঠনের শাখা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে গোটা ভারতে সংগঠনকে শক্তিশালী করতে হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here