ভাল বাবা হতে পারেন

0
162
ভাল বাবা

আপনি কিভাবে একজন ভাল বাবা হতে পারেন তারই কিছু টিপস আমি এখন আপনাকে দিব সেটা হচ্ছে যে 

1.প্রথমত

আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি যে কাজটা করেন ঠিক আছে তাকে নিয়ে নেন এতে করে কি হবে আপনার সাথে তার কতপতন একটা সময় হবে এবং সে বুঝতে পারে যে আপনার কি করতেছেন কিভাবে করতেছেন সেটা সে জানবে এবং এটা নিয়ে আপনার সাথে কথা বলবে এতে করে আপনাদের মধ্যে একটা রিলেশন ক্রিয়েট হবে .

2.রুটিন বানাতে পারেন 

আপনি একটা রুটিন বানাতে পারেন সেটা হচ্ছে হয়তোবা আপনি সময় পান না রাতে বাসায় যান হ্যাঁ রাতে একসাথে খাওয়া দাওয়া করেন অথবা রাতে একসাথে ব্রাশ করেন অথবা রাতে আপনার ছেলে মেয়ের সাথে কথা বলেন আপনার সারাদিন কিভাবে কাটলো সেটা নিয়ে আলোচনা করতে পারবেন আজকে বিশেষ কোনো ঘটনা ঘটলো কিনা সেটা নিয়ে আলোচনা করতে পারেন অথবা তাদের কোনো কিছু হল কিনা হলে তাদের কোনো বিশেষ কোনো ঘটনা হলো কিনা সেটা নিয়ে আলোচনা করতে পারেন এতে করে সন্তানদের সাথে আপনার কমিনিকেশন টা অনেক ভালো হবে 

পোশাক পরতে সাহায্য করতে দিন (আপনার মোজা বা বেল্ট বের করুন, আপনার জন্য জুতা পরুন এবং আরও অনেক কিছু), রাতে একসাথে আপনার দাঁত ব্রাশ করুন।

3.তাদেরকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করতে পারেন 

 তাদেরকে বিভিন্ন প্রশ্ন করতে পারেন যেমন ধরেন সে আজকে কেমন বোধ করছে? সে আজ ইস্কুলে গিয়েছে কিনা তার টিচাররা কেমন বিহেব করলো আজকে তার সাথে তার বন্ধু-বান্ধব কয়জন তারা কি করলো আজকে তাদের লেখাপড়া করে তারা কিভাবে করতে পারে এবং টিচার কোন টিচার কেমন লেখাপড়ায় তাদের কোন সমস্যা হচ্ছে কিনা যাতে কোনো সমস্যা হচ্ছে কিনা রাস্তায় কোনো সমস্যা হচ্ছে কিনা বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারেন যেগুলোর মাধ্যমে আপনি তাদের সাথে একটা গুড রিলেশন তৈরি করতে পারেন এবং তারা যদি কোনো সমস্যায় পড়ে থাকে তাহলে আপনি এই সমস্যাটাকে সমাধান না করে আপনি তাদেরকে একটা নির্দেশনা দিতে পারেন কিভাবে ওই সমস্যাটা সমাধান করা সম্ভব

ভাল বাবা

 

  1. নিয়ম শেখান

আপনি আপনার সন্তানকে একটা নিয়ম শিখাতে পারেন সে কখন ঘুমাবে কখন ঘুম থেকে উঠবে কিভাবে তাবরেজ গুলোকে সে সুন্দরভাবে রাখতে পারে তার বইগুলো কিভাবে রাখতে পারে না তার কখন খেতে হবে লেখাপড়া করতে হবে এখন ব্রাশ করতে হবে কখন টেলিভিশন দেখতে হবে ইন্টারনেট কেন চালানো ঠিক না নিয়ম বিভিন্ন নিয়ম বিধি বিধান ইসলামিক বিভিন্ন রকমের শিখাতে পারেন তাকে নিয়ম-শৃঙ্খলা শিখাতে হবে.

5.আপনার বাচ্চাদের অবাক করুন

আপনার সন্তানদের নিয়ে সকালে একটু হাঁটাহাঁটি করতে পারেন তাদের জন্য আপনি কিছু নিয়ে আসতে পারেন তাদের পছন্দের জিনিস নিয়ে এসে তাদেরকে দিতে পারেন এতে করে তারা অনেক খুশি হবে এবং এটা তারা মেমোরাইজ করে রাখবে এবং আপনার সাথে তাদের একটা ভালো একটা রিলেশন তৈরি হবে 

6.ইসলাম সম্পর্কে তাদেরকে শিক্ষা দিন 

আপনার সন্তানদের আপনি ইসলাম সম্পর্কে জ্ঞান দিতে পারেন হযরত মুহাম্মদ সাঃ ইসলাম কোরআন হাদীস সততা ভালো খারাপ ভালো কাজ করলে কি পুরস্কার পাওয়া যাবে খারাপ কাজ করলে কি ধরনের শাস্তি পেতে পারি আমরা এবং ভালো কাজের পুরস্কার গুলো কি কি নামাজ কিভাবে পড়তে হবে রোজা কিভাবে রাখতে হবে নামাজ পড়লে আমাদের কি উপকারে আসবে নেক্সট লাইফ এবং কার সাথে কি রকম ব্যবহার করতে হবে এবং সেটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে কতটুক ভালো ইসলাম আমরা কেন মানবো হযরত সাল্লাম এর জীবন কাহিনী কোরআনের বাংলা অনুবাদ ও বিভিন্ন হাদিসের বই নিয়ে একসাথে পড়তে পারেন তাদেরকে জানাতে পারেন এতে করে আপনার সন্তান ধর্মীয়ভাবে মানসিকভাবে অনেক শক্তিশালী হবে 

  1. ঘুরতে যেতে পারেন 

আপনি আপনার সন্তানদের নিয়ে মাসে একদিন হলেও কোথাও ঘুরতে যাওয়া উচিত এতে করে আপনার প্রতি তাদের ভালোবাসা অনেক বেড়ে যাবে. আপনাকে অনেক টাকা খরচ করে দূরে কোথাও যেতে হবে এমন নয় আপনি আপনার সন্তানদের নিয়ে বাড়ির আশেপাশেই এক কিলোমিটার হতে পারে দুই কিলোমিটার দূরে হতে পারে আশেপাশেও অন্য কোথাও ঘুরতে নিয়ে যেতে পারেন এতে করে তাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকবে এবং এই যে আপনি দেড় ঘন্টা বা 1 ঘন্টা তাদের নিয়ে ঘুরবে নেই একঘন্টা তারা আপনার সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবে আপনিও তাদের সাথে কথা বলবেন এতে করে একজন পিতার সাথে সন্তানের ভালো একটা রিলেশন তৈরি হবে 

  1. খেলাধুলা করতে পারেন 

আপনি আপনার সন্তানদের সাথে বসে খেলাধুলা করতে পারেন যেমন আপনি লুডু খেলতে পারেন বিভিন্ন ধরনের খেলা আছে খেলতে পারেন তাদের সাথে জোকস করতে পারেন তাদের সাথে ক্রিকেট খেলতে পারেন তাদের সাথে দৌড়াদৌড়ি করতে পারেন তাদের সাথে লাফালাফি করতে পারেন তাদের সাথে গেম খেলতে পারেন তাদের সাথে সাঁতার কাটতে পারেন .

  1. ভালো আচরণ

 তাদের সাথে ভাল আচরন করতে পারেন তারা সবসময় অনুকরণপ্রিয় সন্তানরা সবসময় তার পিতা-মাতাকে অনুকরণ করে সেক্ষেত্রে আপনি যত সুন্দর ভাবে ব্যবহার করবেন যত সুন্দর শব্দ ব্যবহার করে কথা বলবেন মানুষের সাথে যত সুন্দর ভাবে ভাল আচরণ করবেন ভালোভাবে কথা বলবেন তারা যখন ভালো কোনো কাজ করবে তাদের সেই কাজের জন্য তাদেরকে যখন আপনি ধন্যবাদ দিবেন তাদের ভালো কাজগুলোর যখন তাদেরকে মনে করিয়ে দিবেন এবং ভালো বড়দের সাথে কি রকম আচরন আপনি করবেন সেটা আপনার সন্তান দেখবে সেটাই শিখবে মোট কথা হচ্ছে আপনাকে অবশ্যই ভাল অ্যাটিচুড দেখাতে হবে রাতের তারা আপনার কাছ থেকে ভালো আচরণ ভাল ব্যবহার ভালো শব্দ চরণ কথা বলা মার্জিত হওয়া কাউকে সাহায্য করা ধন্যবাদ বলা কোন কিছু ভুল করলে সেক্ষেত্রে সরি বলা এই সমস্ত জিনিস গুলো তাদেরকে শিখাতে পারেন আপনার থেকে তার শিখবে 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here