যুক্তরাষ্ট্রের দিকে এগোচ্ছে পারমাণবিক মিসাইলবাহী রুশ যুদ্ধজাহাজ!

0
317

শব্দের চেয়ে নয় গুণ দ্রুতগামী ঝিরকন মিসাইল নিয়ে মার্কিন জলসীমার দিকে এগোচ্ছে রাশিয়ার পারমাণবিক ওয়ারহেড-বোঝাই ফ্রিগেট এডমিরাল গোরশকভ। ন্যাটো জোটভুক্ত বিভিন্ন দেশের নৌবাহিনী রুশ যুদ্ধজাহাজটির দিকে সতর্ক দৃষ্টি রেখেছে। ব্রিটেনের সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

দ্য সানের খবরে বলা হয়েছে, ঘণ্টায় ৬ হাজার ৬৭০ মাইল গতির ঝিরকন মিসাইল নিয়ে প্রথম সমুদ্রযাত্রায় রাশিয়ার গাইডেড মিসাইল ফ্রিগেট এডমিরাল গোরশকভ যুক্তরাষ্ট্রের দিকে এগোচ্ছে। অচিরেই এটি মার্কিন ভূখণ্ডে আঘাত হানার মতো স্ট্রাইকিং রেঞ্জে পৌঁছবে। গত ১১ জানুয়ারি ইংলিশ চ্যানেল পেরোনোর সময় ব্রিটিশ রয়্যাল নেভি এ ফ্রিগেটকে অনুসরণ করেছিল।

প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ পর্তুগিজ নৌবাহিনী আটলান্টিক মহাসাগরে গোরশকভকে অনুসরণ করেছে। আশা করা হচ্ছিল এটি আফ্রিকার দিকে যাবে। তবে র‌্যাডার পর্যবেক্ষণে দেখা যাচ্ছে যুদ্ধজাহাজটি অপ্রত্যাশিত বাঁকবদল করে পশ্চিম দিকে এগোচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here